দিবার আলো প্রাণ হারালো সন্ধ্যা এলো নেমে
নীড় হারানো একটা পাখি কাঁদছে থেমে থেমে ।
কৃষ্ণচূড়ার শিশিরভেজা সিক্ত ডালের কোলে
চাঁদের পানে চেয়ে পাখি ভাসে নয়ন জলে ।
চাঁদের আলো ডেকে বলে-কাঁদিস কেন পাখি
হৃদয় খাঁচা শূন্য করে কেউ কি দিল ফাঁকি ?
পাখি বলে - প্রাণের সখা গেছে পরের নীড়ে
হাজার স্মৃতি ফেলে গেছে আমার বক্ষ জুড়ে ।
সেই স্মৃতিরা রাত দুপুরে অশ্রু ঝরায় চোখে
কষ্ট শালুক ফোটে এখন জল থই থই বুকে ।
চাঁদের আলো বলল হেসে-ওরে পাগল প্রেমী
তোর কাছে কি নিজের থেকে ওর জীবনেই দামী ?
পাখি বলে - অনেকখানি রিক্ত হৃদয় মাঝে
সুখ লাগি তার কাঁদব আমি সকাল সন্ধ্যা সাঁঝে ।
বর্ষা বেলা ছাদ দিয়েছি গ্রীষ্ম বেলা ছায়া
কষ্ট নদী পার করেছি হয়েছি তার খেয়া ।
চাঁদের আলো বলে-যদি সে ফিরে না আসে
এভাবেই কি ঝরবে শ্রাবন তোর উঠোনের ঘাসে ?
পাখি তখন বলল কেঁদে - সাক্ষী থেকো শশী
অপেক্ষাতেই করব প্রমাণ সত্যি ভালোবাসি ।
রাতের শেষে হারালো চাঁদ শেষ প্রহরের গানে
পাখি কোথায় গেল উড়ে প্রিয়ার অভিমানে !