রাজপথে লাটাই ধরে হেঁটে চলে নির্মোহ সময়
সাদা কালো সমোহ ঘুড়িগুলো উড়ে
রোদ বৃষ্টির মেঘে,  
বাতাসের বুকে বিমূর্ত আঁচড় কাটতে কাটতে
ছুঁতে চায় উন্মুক্ত আকাশের নীল দূর্বা ।
সব পিছুটান
ঘড়ির কাটায় খন্ডবিখন্ড হয় একদিন
দিনপঞ্জিকা উড়ে যায় দূষিত বাতাসে ।
হিসেবী জীবন
বেহিসেবী স্মৃতিগুলো খেয়ালি সময়ের কাছে
সমর্পণ করে
মাটির টানে মিশে থাকে অন্ধকারে !
হেঁটে যায় অস্তিত্বের প্রচ্ছন্ন সময়  
দীর্ঘ রাজপথ সুদীর্ঘ হয় - অনন্ত হয় .............