দু'হাতে কালি মেখে জঞ্জালগুলো গুটিয়ে নাও
আজ আকাশে একটু চাঁদ উঠুক ।
বেহিসেবি আবর্জনার ভিড়ে
বেখেয়ালি হলুদ পাতাদের মিশতে দাও
আজ জন্ম হোক আর একটা বসন্তের ।
কঠিনভাবে জ্বলতে দাও সূর্যির নির্মোহ রূপকে
গলতে দাও দ্বিমেরুর বরফ
প্রকট প্লাবন আসুন ঘূর্ণায়মান পৃথিবীর বুকে
প্রবল জলোচ্ছাসের সমোহ কারাগারে
টর্নেডোর কালো মেঘ ভেঙে পড়ুক অবিশ্বাস্যভাবে !
যদি তা নাই বা হয়
শুধু একফালি চাঁদ বা একটা বসন্তের লোভে
হিসেবি রাস্তার ধারে চলো ডাষ্টবিন হই ।
পৃথিবী ঘুরুক, তাকে ঘুরতে দাও
কক্ষপথ আরও নির্মল হোক, মসৃণ হোক....