সারিবদ্ধ দালানেরা দম্ফ নিয়ে বুকে
দুটি হাত তুলে বলে-আছি কতো সুখে ।
খোলা আকাশের তলে নির্মম লহরী
উলঙ্গ বালক এক উড়াতেছে ঘুড়ি ।
এভাবেই উর্ধ্বগামী সহস্র স্বপন
কল্পনাতে কত সুখ হয় যে আপন ।
সুতো কেটে গেলে ঘুড়ি নিম্নগামী হয়
ক্লান্তি নিয়ে চায় ঘুম স্বপ্নীল হৃদয় ।


ওপারেতে ভোর হয় এপারে আঁধার
নিশিগানে তোলে সুর নির্মোহ সেতার ।
নির্মেঘ কষ্ট যেমন ভাঙে হর্ষ বাসা
ভগ্ন পিঞ্জরে তেমন খাঁটি ভালোবাসা ।
কেন তারা কল্পতরু,ঘোর অন্ধকারে ?
সুখপাখীহীনা বুক নষ্ট কারাগারে !


    রচনা : ২২/০৫/২০১২