চিরায়িত নিয়মের শৃঙ্খলে দাসত্ব নেয়
ক্লান্ত আলোকের অধ্যায়
ঢলন্ত বিকেল , পড়ন্ত রৌদ্রে
দিগনের গানে সুর দেয় সন্ধ্যার সেতার,
ঊনস্বস্তির অস্তিত্ব জেগে থাকে নিঃসঙ্গ বিছানায় ।


ছোট্ট কলিজায় নিষিক্ত পিছুটান
ব্রাকেট বন্দী আগামীর চিন্তন
হৃদচঞ্চুর পয়লা বন্ধনীতে
সাদা কালো পাখিদের, যারা ফিরে গেছে সব. . . .
দেখেছি - ডানার অন্ধকারে
'অস্তিত্ব যুদ্ধ'এর মেঘময় রূপরেখা ।
তবুও ক্ষুধার্ত কর্ন কাঁদে - হায় !
বৃহৎ পৃথিবীর বায়ুমন্ডলে
শতকন্ঠের গান ক্ষীণ হয়ে গেছে ক্রমশ
সরু গলির মতো. . . . .


আমার কর্ন বা আমি
ভাবনার ব্যাপ্তিতে রেখেছি
কোন বিন্দুর অবস্থানে কন্ঠের পৃথিবী ঘোরে !!
নাহ্ , শুধু বেহায়ার মতো
ছিনিয়ে নিয়েছি তৃপ্ততা, হয়তো একটা কাব্য ।