তিনটি কাটার সত্ত্বা জড়িয়ে
প্রাবন্ধিক নদী কিংবা নক্ষত্র
বিস্মৃতিবোধক ব্যস্ততায় বন্দি হয়ে
আবশ্যম্ভাবী পরিণতির
অপ্রাবন্ধিক সাগরে
প্রশান্তি প্রেমের পরিচ্ছন্নতায়
প্রচ্ছন্ন হয়ে থাকে ।


উপকূলে মরা নদীর যৌবন
কিংবা নক্ষত্রের উজ্জ্বলতা :
সমস্ত পার্থিব ক্ষমতার ঘুম,
গলন্ত রূপের লাভা ।
গলনাঙ্ক-রূপাঙ্কহীন জীবাত্মা
স্থানচ্যূত হয় ভূগর্ভীয় প্লেটের মতো ।
ক্ষয়ে যাওয়া অতৃপ্ত নক্ষত্র
কিংবা লাবন্যহীন নদী
হয়তো খুঁজে যায় 'ছিল' সমন্বিত
অপার্থিব পরমাত্মার এক পার্থিব দেহ
ভাঙা হাড় গোড় - জীবন্ত ফসিল ।