আর একটা নোনাজলের সমুদ্র হোক
পৃথিবীর সমস্ত নদী মিশে থাক
বিস্মৃতির খরস্রোতায়
ছন্দিল চেতনের আলো নিয়ে ।


অপ্রাসঙ্গিক ব্যস্ততার ঘ্রাণ ঘূর্ণায় হোক
ঘৃণিত পঙ্কিল আবর্তে -
শ্বেতপদ্ম ফুটুক ।
অপ্রাবন্ধিক অশ্লীলতা আছড়ে পড়ুক
ব্রাকেটহীন রাত্রির বুকে-
ক্ষয় হোক নিষ্প্রয়োজনীয় নক্ষত্রের ।


যৌবনাবৃত জোয়ারের জঠরে
গানের সবুজ পঙতি; বিস্মৃতির সেতার ।
জন্ম হোক একটা নতুন মৃত্যুর. . .