দিগন মেঘের ব্যাপ্তি জুড়ে উঠে যখন বিষণ্ণতা,
মেঘের কোলে মাথা রেখে ভাবি তখন তোমার কথা ।
এখন তুমি অনেক দূরে সুখ পাখির ওই ঘুমন সাথী,
আমায় ভুলে পর ভুবনে সূর্যি হয়ে জ্বালাও বাতি ।
ক্লান্তিহীনা নুপূর পায়ে এগিয়ে দূর পথের বাঁকে,
উচ্চারিলে-এই দুনিয়ায় কেউ কি কারও কথা রাখে ?
সেদিন শুধু মুচকি হাসি পর্দা করে হৃদয় মাঝে,
লুকিয়েছি এই ব্যথাটা-সইতে আমি পারব না যে !
দিনঘড়িকাল করেছে আজ তোমায় এখন অন্য নারী,
পুরানো সেই 'তুমি'র খোঁজে সাতসমুদ্র দিলাম পাড়ি ।
এখন আমার বৃষ্টিবেলা, তোমার দ্বারে চন্দ্র বিধূ,
জোছন ঘরে দুখ সমাধি জোনাই চোখে অশ্রু শুধু ।
এখন তুমি মুক্ত ঘুড়ি, বিষণ স্মৃতি বদ্ধ ঘরে,
সেই 'তুমি'টা খুঁজলে আমার রাত বালিশে বৃষ্টি ঝরে ।
ছলন সুখে গড়েই ছিলে ঠুনকো কাঁচের নষ্ট ধরা,
ভাঙন হবে - এই চরনে সাজায় বিধি বসুন্ধরা ।


ছন্দ - স্বরবৃত্ত (৪/৪/৪/৪)