শূন্য শ্মশান !
        ক্ষুধার্ত চিতার তৃপ্ততায়
এক অভিশপ্ত যুবতীর দহন কোনো একদিন ।
    দিগনের ছায়াপথে নিষিক্ত পিছুটান :
    সঙ্গতিহীন চাঁদের বেছন্দ জ্যোৎস্নায়
        যুবকটির সন্তরণ সন্তর্পনে......


        চেতন সত্ত্বায় ডানা মেলে
  সদ্য ঘুমভাঙা পাখি : অর্থহীন অপেক্ষা ।
আর কোনো অবার্চীন পরী ডানা মেলবে না
            নিষিদ্ধ আকাশে ।


       যদি চিন্তন ঘুড়ি সুতো কাটে
   তাহলে কি প্রেমের পঙতি পড়ে থাকে
এভাবেই অসম্পূর্ণ, ক্লান্ত, প্রাবন্ধিকতায় ???