আমার মাথা তোর বুকেতে, তোর শিয়রে অন্য বুক,
আমার দু'হাত তোর দু'হাতে, আঁচল জুড়ে নষ্ট সুখ ।
আমার দু'চোখ তোর চোখেতে, তোর নয়নে ছন্দ ছল,
আমার আঁখে অথই নদী, তাই তো ঝরে অশ্রু জল ।
আমার রঙে তোর প্রতিমা, তোর রঙেতে দগ্ধ চাঁদ,
এ পিঞ্জরে তোর ছলনা, সান্ত্বনা দেয় কাঁদ রে কাঁদ ।
আমার নীলে তোর নীলিমা, তোর আকাশে শঙ্খচিল,
আমার ঝিলে এক ইতিহাস, তোর নিবাসে পূর্ণ ঝিল ।
আমার বাগে চৈত্য খরা, তোর বাগানে লক্ষ ফুল,
আমার দুখে হয়তো দুখী, তোর খোপার ওই নম্র চুল ।
আমার বুকে তোর বেদনা, তোর ছলনা ছন্দহীন,
বুকের বামে গেঁথেই গেলি, তোর আঁচলের সেপ্টিপিন ।