এক চিরনির্জন নিঃসঙ্গ দ্বীপ
         নির্বাসিত উন্মত্ত কুমার !


জন্ম দিয়েছে চিন্তনের জারজ ভ্রূন
কঠোর বাস্তব তাই এনেছিল
            গ্রেফতারি পরোয়ানা ।


এখন এক পৃথক পৃথিবী
দিগন্তের নিয়ন আলোয় নিরব পদযাত্রা...
নিঃসঙ্গ মৃত্যু আর একাকিত্ব চায় না ।


মস্তিষ্কের প্রতিটি নিউরণে
     হৃদয়ে স্মৃতির জৌলুষে
       পুষে রাখে গোপন প্রতিশোধ ।


বেছন্দ জীবন জোঁনাকি
স্বপ্নবৃক্ষে আজও গাঁথে ছন্দের মালিকা ।
অব্যাহত সৃজন সাগরে মিশে থাকে
রেটিনা ভেজানো জারক জলের অহংকার !


ধোঁয়াশার অন্তরীপ !
অ্যাসিডবৃষ্টিস্নাত ক্ষতবিক্ষত দেহের ভাঁজে
            জেগে উঠে ঘুমন্ত অক্ষর ।


চাওয়ার ভিতর জেগে থাকে
নিষিক্ত জোছনা আর আধপোড়া পিঞ্জর ।