অদূর গাঁয়ে পুকুড় পাড়ে জ্বলন্ত এক চিতা
মূল্যবোধের দহন কাঠে পুড়ছে মানবতা।
বিবেক যদি বৃষ্টি আনে নগ্ন চিতার বুকে
হিংসা এসে আগুন দেবে হিংস্রবতার মুখে।
উপবাসের জ্বলুক চিতা জ্বলুক চুলা ঘরে
তৃপ্ত জঠর তুলুক ধ্বজা হাহাকারের চরে।
সঠিক মাপে থাকুক সবে দুঃখ ব্যাধি জরা
সুখ সাগরে ঘোর সুনামী ভাসুক বসুন্ধরা।
নির্মিত হোক নির্মলাকাশ বিবেকবৃষ্টিপথে  
আসুক বরষা বোধের বৃষ্টি মনুষ্যত্ব রথে ।