মাগো, ঝরে পড়া নক্ষত্রের দায়বদ্ধতায়
তুমি সৌরদরদী
কচি রোদের নগ্নতা হতে
ইতিকার প্রৌঢ়তা অবধি
এক গ্যালাক্সির নাভিমূল ছুঁয়ে থাকা তুমি,
আমি একটাই গ্রহ মা ।


ভাঙা ভাঙা ছায়াপথের পোড়া ঘ্রাণ
মৃত্যুর বলিরেখায় ম্লান -
             অভিমানী মৃত্যুটা
লজ্জিত তোমার আঁচলে - সৌরসত্য
চাঁদ নয়, জোনাকি নয়
তোমার কাজলে ঘুমিয়ে থাকে -
                  বিদেহী কালপুরুষ
জ্বলে বেহিসেবি জীর্ণতার তুষ
সনাতন স্নেহ সভ্যতার প্রাচীন নগরীতে ।


মাগো, আবাদি ভিটের ব্যাপ্তিতে -
সপ্তাশ্বের ভালোবাসা আজও পাই
তাই তো জেগে থাকি
           ঊনতিকার প্রতিটি প্রহর....
মনে পড়ে না মা  - সুখেলা জঠর
তুমি শাপলা নহর, আমি সফেদ হংস
তবুও ভুলিনি অনুভবে ।
মহাশূন্যের কাঙ্খিত কক্ষপথে -
'তুমি' পরিক্রমায় আমি একটাই গ্রহ মা ।