বেড়াফুলের মালা গলে নর্তকী মেঘমালা
'যাযাবর-অস্থির ধ্রিয়ান'
বিক্ষত পৃথিবীর উপমা ।
ধারালো রৌদ্র রক্তাক্ত রেটিনার আরন্ধ্র
উত্তাল সমুদ্র -
সুনামির বার্তা আনে ঊনউচ্ছাসের সাদা বক  
জীবন্ত জলধি ভাঙে নর-ত্বকী পশুদের গায় ।
অন্ধ সূর্যি -
নিস্বার্থ সৌরজগতের নর্তকী মেঘ -
স্বাধীন পৃথিবী ।


তার কথা ভাবতে চায় এখন বাষ্পীভূত চাঁদ ।