বন্ধু তোমারে ভালোবাসি, তুমি
আমার নেত্রবিন্দু ,
এসো এই বুকে ভুলে যাও তুমি
মুসলমান না হিন্দু !


আমি জানি এক হিন্দু তবু
বিভেদ পিছনে ফেলে
আমার লেখনী একতার গানে
কবিতার পাখা মেলে ।


স্বপ্নে নতুন পৃথ্বি গড়ি
অফুরান ভাবনায়,
ভগবান-আল্লা আছে পাশাপাশি
ধর্মের আয়নায় ।


এসো নাগো সবে একসাথে মোরা
এক ভালোবাসা মাখি,
বাংলার বুকে একসাথে মোরা
সুখের স্বপন আঁকি ।


'বাংলার মাটি বাংলার জল'
- গাও সব এক সুরে,
দুই বাংলাই হয়ে যাক এক
বিভেদ যাক না সরে ।


শুনতে কী পাও আমার এই ডাক ?
সাড়া দাও দলে দলে,
ভাসাও বিভেদ ওই পদ্মার
অশান্ত ঢেউ জলে ।


ভাসিয়েছি আমি ঘৃণা হিংসারে
ওই গঙ্গার বুকে,
তাই তো লেখনী একতার গান
গায় যে নীরব সুখে ।


শুনতে কী পাও আমার এই ডাক
আমার ঐকতান ?
এসো না গো সবে জাতপাত ভুলে
হিন্দু-মুসলমান ।


-(28/03/2013)