(১)
ছোট্ট কুঠিরটার ছিদ্র দিয়ে এসেছিল
শশীর জোছনা,
আলোময় ছিল খড়েরফুলশয্যা ।
বিনিদ্র ছিল নবদম্পতি_
সুখ বিনিময়ে চরমতম ক্ষণিকের
আরাম অনুভবের কামনায়,
বিনিদ্র ছিল আঁধার এককোনে নিরবে ।


         (২)
সর্বনিশি ক্রীড়ারত ছিল
জোছনার আলো কুঠিরের মেঝেতে,
ফুটেছিল কিছু নিঃশ্চুপ প্রসূন ।
অলি আসেনি তখনও ।
- সে আমার হৃদয় ছিল ।


-(01/04/2013)