এক উপবনে নীল আনমনে
হাঁটছে যে খালি গায়,
শশী জোছনার তটিনী প্রবাহে
নীরবে সে খেয়া বায় ।


কদমের শাখে জোনাকিরা জ্বলে
তারা জ্বলে দুরাকাশে,
দখিনা বাতাসে না জানা ফুলের
সৌরভ ভেসে আসে ।


মাঠ প্রান্তর পিছে ফেলে নীল
নীরবে এগিয়ে চলে,
ক্লান্তি জড়ালে তরুতলে বসে
ভাবনার ডানা মেলে ।


চলেছে আবার মাঠ ঘাট ছেড়ে
ইপ্সিত ঠিকানায়,
দিগন্ত ছোঁয়া বাসনা যে তার
হৃদয়টা ছুঁয়ে যায় । !


রাত জাগা পাখি ডেকে ডেকে যায়
সময়টা বয়ে চলে,
একা এক জীব চলেছে নীরবে
আঁধার রাতের কোলে ।


অবশেষে পায় সেই ঠিকানাটা
- নিথর বর্ণমালা ,
সরছে আঁধার এসেছে এবার
রাত্রি শেষের বেলা ।


রাত্রি কাটলে নীরবে সে ছেলে
ফিরে আসে পায় পায়,
জোছনা হারালো ধীরে ধীরে শেষ
রাত্রির মোহনায় ।


হয়েছে প্রভাত ফুটেছে আলো
ফুটেছে বর্ণমালা,
ঠিকানাটা পেতে কষ্টকে নীল
করেনি তো অবহেলা ।


-(03/04/2013)