(১)
গাঁথছে সবাই রঙীন মালিকা
নিরব মালিকা ........
কেও তৈরী করছে শখের বাগিচা,
কেও বা অন্তহীন সাধনায় ।


(২)
ভিড় করে একশাখে সহস্র বিহগ ।
কূজিছে কেও শখের কূজনে,
কেও বা হৃদের জলধি ভেঙে
অন্তহীন সাধনায় ।


(৩)
সবাই স্পর্শিতে চায় অনন্ত নীলিমা !
গেঁথে যায় রঙীন মালিকা
নিরব মালিকা ..........
নিরব সৃজনের ঘেরাটোপ
অতিক্রম করে হারিয়ে যায় কেও,
কেও বা ক্রীড়ারত থাকে
অন্তহীন সাধনায় ।


-(07/04/2013)



ফেইসবুকে আমার পেইজটি লাইক করতে পারেন :
http://www.facebook.com/sudiptantubaynil