(১)
নিঃশব্দে উঠোন পার হয়ে
দ্বোর ডিঙিয়ে
দেওয়ালের ওপারে বহুদূর চলে গেছে মাধবীলতা ।
ঝোপঝাড় পেরিয়ে
অনেকটা বিবর্ণ মৃত্তিকার হৃদয়
পাড়ি দিয়ে
তরুর শাখায় শাখায় ........
জানি না কোথায় ?
আমি অন্বেষনে ব্যস্ত
- কোন জলধির হৃদে পাব তার
অন্তিমতার স্বাদ ?


(২)
হয়তো সে অন্ত পেয়েছে সেখানেই
যেখানে প্রতিরাত্রিরে ঝিঁ ঝিঁ-র
কলতান কাব্যিক সুরে ।
হয়তো সে অন্ত পেয়েছে সেখানেই
যেখানে ধূলিতে দেওয়ালে
নশ্বরতার ছাপ ।
হয়তো সে অন্ত পেয়েছে সেখানেই
যেখানে কূজনহীন, ধূলিময় গোধূলি_
ঢাকা আলো-আঁধারির
নিরব পরিবেশ,
নিঃসঙ্গতায় মাখামাখি ।
হয়তো সে অন্ত পেয়েছে সেখানেই
যেখানে স্তুপীকৃত ছিন্ন পাতা,
সে নিরব নিশ্চুপ ...........


(৩)
মৃদু সমীরনে যার কম্পমান চাওনিতে
তন্দ্রার প্রেমে পড়ত হৃদয়
- সেই মাধবীলতা ।
যার অন্তিমতার অন্বেষণে
মরু হৃদের ধ্রিয়ানের মতো আমি
ভ্রাম্যমান যত্রতত্র
প্রকট অন্ধকারের হৃদয়ে
এক প্রচ্ছন্ন অন্ধকার ঠেলে ।
এই কবি হৃদয় কোনোদিনও
অন্ধকারের সুতোয় গাঁথবে না
তার নেশাখোর করা
কাব্যিক চাওনিকে ।


-(08/04/2013)  



Find Me on Facebook :


http://www.facebook.com/sudiptantubaynil