(১)
ছোট্ট কুড়েঘর,
উন্মুক্ত দ্বার ।
উষা-গোধূলির আনাগোনা অবিরত ;
তবুও নির্ভয়ে সাজাই
রাত্রির বাসর সঙ্গিনীর হাত ধরে ।


(২)
ছোট্ট কুড়েঘর,
লতাপাতার ছাউনি,
তবুও অভাব ছোঁয়েনি কখনো ।
ইচ্ছে মতো গড়ি
ইচ্ছে মতো ভাঙি ।


(৩)
ছোট্ট কুড়েঘর,
রাতভোরে বেরিয়ে আসে
ক্ষণিকের ক্ষীণ চিৎকার
- প্রসব যন্ত্রণা !
জন্ম দেয় নবজাতককে ।


(৪)
ছোট্ট কুড়েঘর,
খোলামেলা চত্বর ।
দিবারাত্রির আনাগোনা অবিরত ;
তবুও নির্ভয়ে সাজাই
রাত্রির বাসর সঙ্গিনীর হাত ধরে ।


-(10/04/2013)