(১)
এক ছোট্ট ডিঙা
যাচ্ছে ভেসে নীল জলধির তরঙ্গ ভেঙে
তার অচিন ঠিকানায় ।
কখনো অপসৃয় হয় সাবলীলতা,
চতুর্দিকে ভাসে অন্তিমতার অট্টহাস্য !
ভেসে চলে লক্ষ তরঙ্গের আঘাত নীরবে সয়ে ।


(২)
সে চলেছে, চলেছে
সুদূরে ওই সুদূরে.............
হঠাৎ নেমে আসে ঘোর দুর্যোগ
- ওথলে ওঠে নীল জলধি
ভাসিয়ে যায় তার সীমাবদ্ধ উপকূল বিভীষিকা হয়ে !
নীল তরঙ্গের হৃদয়ে ছবি আঁকতে আঁকতে
সে ছোট্ট ডিঙা ছুঁয়ে যায় অন্তিমতা ।


-(10/04/2013)