হঠাৎ দ্বারে কড়া নাড়ে
নবীনতা ।
অগ্রসরমান পায়ে পায়ে.......
বাজিয়ে যাচ্ছে সিঞ্চন
নবীন কাব্যিক সুরে
হর্ষ স্খলনে
নিথর বর্ণের স্খলনে ।


সমীরন বলে নবীনতার গল্প,
নীলিমাও বলে......
শশীর জোছনা !
সেও বলে......
হৃদয়ের পাঞ্জরে আটকে থাকা
স্বপ্নগুলো ভাবনাগুলো
বদলাতে চাইছে প্রবীনতার সাজ,
চাইছে নবীন বর্ষের
নবীন কাব্যিক সুর
লতার মতো জড়ায়ে
রক্তমাংস ঘেরা পাঞ্জরে ।


যেমনে অন্তিম রাত্রির প্রহর পেরিয়ে
উষার ঝিলিক ঘন জাল বোনে
উজ্জ্বল দিবার লাগি,
তেমনে
প্রতিটি সেকেন্ড-মিনিট
প্রতিটি ঘন্টা
প্রতিটি দিবারাত
প্রতিটি মাস
তিল তিল করে বুনেছে
বর্তমানের নবীনতার জাল
নবীন বর্ষের লাগি ।
থেকে থেকে মাঠে-ঘাটে-প্রান্তরে
বেজে উঠছে সিঞ্চন
নবীন কাব্যিক সুরে
হর্ষ স্খলনে
নিথর বর্ণের স্খলনে ।


-(12/04/2013)