রাত্রির এক পশলা বৃষ্টি
স্পর্শ করে গেল
হৃদয়ের অনুপরমানু ।
সিক্ত মৃত্তিকার ঘ্রাণ
সর্বাঙ্গ সিক্ত করল
কাব্যময় এক রসে ।
ঝিরঝিরে মৃদু শীতল সমীরন
হয়ে গেল কলমীর লতা,
ছেয়ে দিল অন্তরের ছোট্ট জলাশয় ।
ক্ষণে ক্ষণে বিদ্যুতের ঝিলিক
ক্ষণিকের লহমার তরে
প্রতীয়মান করছিল মোর করাস্ত্র ।
হঠাৎই ঝাঁপিয়ে পড়লাম
এই রাত্রির চরম সমরে !
লিপ্ত ছিলাম রাত্রিভর ..........
সমরাঙ্গনে অন্তিমে পড়ে ছিল
কিছু নীরব জীবন্ত লাশ ।


-(14/04/2013)