এক শাখে শত বিহগ
ডেকে ডেকে উঠে,
সাধনা বা শখে দানা
খায় খুটে খুটে ।


সকলে কূজিয়া উঠে
নিজ নিজ সুরে,
সাধনার সুর তব
যায় বহুদূরে ।


শখের কূজন ছোটে
ধূলো বালি গায়,
হয়ে ক্লান্ত পথভ্রান্ত
গোধূলিবেলায় ।


দায়বদ্ধ সমাজেতে
পড়ে শত কাজ,
কেও থাকে কেও যায়
হলে সন্ধ্যা-সাঁজ ।


কেও বা তরুর তলে
নিয়ে জীর্ণ পাতা,
কূজিতে কূজিতে গাঁথে
হৃদয়ের গাথা ।


এক শাখে মত্ত সবে
হও সাধনায়,
একাগ্রে পালন কর
সমাজের দায় ।


একটা কথা বলে রাখি
অন্তিমের বেলা
-যেমনই হোক গাথা-কথা
করোনা অবহেলা ।


জাগো কবি জাগো সবে
নিদ্রা করো দূর,
লেখনী হাতেতে গাঁথো
সাধনার সুর ।


-(15/04/2013)