(১)
আমি আছি
আমি আছি মার স্নেহের আঁচলের তলে,
আমি আছি রাখালিয়া বাঁশরির সুরে,
আমি আছি পর হয়ে যাওয়া ললনার
শান্ত কোমল স্তনের উপর
মাথা রেখে প্রতিরাত্রিরে ।
আমি আছি...........
সন্ধ্যার জালে ঢেকে গেছে কিছু
বর্তমানের পিছনে......
কিছু দিবার আলোকে নৃত্য করে ।
সন্ধ্যার জাল ছিন্ন করে চেষ্টা করি
মৃত্তিকার অতল থেকে উদ্ধারিতে কিছু ফসিল ।
উঠে আসে দু চারটা কঙ্কাল !
বাস্তবের বুকে ভাবনার প্রলেপ দিয়ে
প্রান তুলে দি কঙ্কালের সর্বাঙ্গে ।


(২)
আমি নেই
আমি নেই উন্মত্ত জনতার কোলাহলে,
আমি নেই অশ্লীল বচনের কাঠামোতে,
আমি নেই ধর্ষণের কারুকাজে,
আমি নেই রক্তখেকো পশুদের আস্তানায় ।
আমি নেই..............
শুধু দেখি দু চোখ ভরে.........
অন্তিমে টেনে হিঁচড়ে উদ্ধার করি কঙ্কাল !
বাস্তবের বুকে ভাবনার প্রলেপ দিয়ে
প্রান তুলে দি কঙ্কালের সর্বাঙ্গে ।
  


-(16/04/2013)