রাত্রে বিনিদ্র নিস্তব্ধতার
প্রেমে পড়ে চতুর্দিক ।
নিসঙ্গতার করখানি নির্ভয়ে ধরি,
হাঁটতে থাকি মোলায়েম বন্ধুরে..........
সাদা-কালো ঘুড়ি উড়ে
হৃদয়ের নীলিমায় ।
উড়তে থাকে..............
নিম্নগামী হয় অন্তিমে,
নিশ্চুপ হয়ে যায় !
কখনো বা ছিন্ন হয় সুতো,
হারিয়ে যায়............
সর্বনিশি ক্রীড়ারত আমি এভাবে ।
নিস্তব্ধতা তন্দ্রিত হয় হঠাৎই
সুখের শয্যায় !
কালো চাদর গুছিয়ে রাখে আলনায় ।
পড়ে থাকে ঘুড়ির অন্তিম অবশেষ !


-(18/04/2013)