(১)
আজ রাত্রিরে অন্ধেষা মন
ছুটল সরণি অন্তিমে
অনুভবের কামনায় ।
স্পর্শিল বিয়োগিত মরু সাহারা !
ধ্রিয়ানের পাশে বসে
আমি একাকি...........
ধূ ধূ করা তপ্ত বালুকা......
সাঁজাল মাখতে মাখতে
অবশেষে সিক্ত যোনির অন্ধকারে
হারিয়ে যাবে সব পরিস্হিতি !


(২)
ধ্বান্তারি নই,
আঁধার রয়েছে রক্তের কণিকায় !
যৌবনভরা যুবতীর
স্তন দুটির মতো আমি নিরেট,
ছুটন্ত...........
কঠিন বিবর্ণ মৃত্তিকার আলাপনে
সর্বক্ষণ আমি ।
অবশেষ কিছু রঙীন নিশ্চুপ নির্মোক,
জড়াব কালো চাদর ।
অপাঙ্গের দুফোঁটা জলে ভেসে যাবে
সব পরিস্থিতি !


-(21/04/2013)