আমি আজও ব্যস্ত অন্বেষণে
স্বপন ভেলায় চড়ে
কোথায় সেই আসামী
- ছোট্ট 'আমি' ?
আজ এই শর্বরী যদি হতো
দেয়ালার শর্বরী !
সপ্ত শবলে থাকত অনির্বাণ
স্বপনগুলো
হৃদের শাদ্বল প্রান্তরে !
আজও অনির্বাণ তবুও
রুপকথা আসে না
তন্দ্রার সংকীর্ণ সরণি ধরে,
থাকে না ক্লোরোফিল ভরা স্নেহ,
ঢাকে না অবয়ব
মা তার ছোট্ট আঁচল দিয়ে ।
আজ সব নিশ্চুপ, গম্ভীর
সরণির দু পাশে ।
চেয়ে দেখি,
কখনো জলছবি লাগে ।
আসামীর মতো পালিয়ে বেড়ায়,
ধরি স্বপনের আলাপনে !
আমি আজও ব্যস্ত অন্বেষণে...........


-(23/04/2013) Night 2:10 a.m.