নিরবে বিজনে একা বসে
বাগিচায়
ভাবছি তোমাকে প্রিয়া ।
চলে গেলে.....
বুঝি না কী ছিল নিদান !
আজও স্খলায় বেলায়-অবেলায়
তমসার ধোঁয়া
তোমার বিদায়ী সিঞ্চনের গান ।
আমি রিক্ত !
আজও তন্দ্রিত তিতিক্ষা
তোমারি হৃদয়ে !
অনুসন্ধিৎসা হৃদয় আজও
করে অন্বেষণ তোমায় ।
আজ অগম্য পথের এক পথিক
তোমারি নিদানে !
জলধর ধরে তোমাকে,
সিক্ত করে আমাকে
রিক্ত করে আমাকে.........
ক্রন্দসী ধরে তোমাকে
বীজনে ভেসে আসে তোমারি গন্ধ ।
তুমি নেই !
আজ আকিঞ্চন রিক্ত হৃদয়
তমসার যাম অতিক্রম করে
নিঃসঙ্গে
এক রিক্ত তরুনীর পাটাতনে ।
নীরবে স্মৃতির আলাপন,
স্খলে শীকরের কণা অপাঙ্গ হতে,
যেন পরক্ষণেই আছড়ে পড়বে
এক নির্ঝর !


-(23/04/2013) Night 1:15 a.m.