গ্রীষ্ম মানে সোনালী প্রভাত
পাখির সুরে ভরা,
গ্রীষ্ম মানে স্বপনে স্বপনে
অধরাকে যায় ধরা ।

গ্রীষ্ম মানে স্তব্ধ দুপুর
ঘুঘুর ক্লান্ত ডাক,
গ্রীষ্ম মানে বসে বসে আঁকা
অজানা পথের বাঁক ।


গ্রীষ্ম মানে শেষ বিকেলে
উড়ছে ঘুড়ি দূরে,
গ্রীষ্ম মানে একে একে সব
পাখিরা ফিরছে ঘরে ।


গ্রীষ্ম মানে বিকেলের রোদে
পড়ছে ঝরে সোনা,
গ্রীষ্ম মানে মন বলে ওটা-
গোধূলির কান্না ।


**(এই ছড়াটি যখন আমি লিখি তখন আমার বয়স ১২ বছর । এই ছড়াটি এই মাসে "শুকতারা" পত্রিকার তৃতীয় সংখ্যায় প্রকাশিত হয়েছে)**