একদিন সহস্র বালুকার অতলে
ঢাকব নশ্বর অবয়ব ;
চরম স্থূল বনানীর হৃদয়ে
হয়ে যাব অপসৃয় !
একদিন ভাসিয়ে দেবে
তমিস্রা নির্ঝর
-জানি না কোথায় !
রইবে ঘাটে রিক্ত তরুনী,
নিরব সিক্ত অভিপ্রায় ......
সেদিনও করবে আলাপন
নীলিমা-প্রান্তর,
মরুতে বইবে ধূলিমাখা ঝড়,
শীতলতা গ্রাসিবে বটতল,
শাখেতে কূজিবে বিহগের দল,
তটিনী বইবে কলো কলো কল,
নিরদ বর্জিবে প্রবল বর্ষণ, ........
যেদিন ভাসিয়ে দেবে
তমিস্রা নির্ঝর এই অবয়বটাকে !
পড়ে রবে কিছু ফসিল
-নীরব সিক্ত অভিপ্রায় ..........


রচনা : ২৬/০৪/২০১৩
  মধ্যরাত্রি ২:৪০