ওরা তাঁতী,
আলোকের জাল বোনে
তমিস্রার ভেলায় চড়ে সর্ব অহর্নিশি ।
চত্বর গ্রাস করে তীক্ষ্ন আঁধার !
ভেসে চলে বীজনে
ঠক্ ঠক্ ঠক্...........
অবিচ্ছেদ্য জালে তাঁরা বোনে
নীলিমার সামিয়ানা ;
তাঁতের খোয়ারে তাঁরা আঁকে
যেন এক অঙ্গনার প্রতিচ্ছবি,
সাজায় শিঞ্চনে অলংকারে...........
ভেসে চলে বীজনে
ঠক্ ঠক্ ঠক্.........
চেয়ে থাকে ঘরের কোনে
উপবাসী উনুন !
তবুও তাঁরা অক্লান্ত !
হাত পা গুলো সতেজ থাকে সর্বক্ষণ ।
ভেসে চলে বীজনে
ঠক্ ঠক্ ঠক্..........


রচনা : ২৮/০৪/২০১৩
ভোর  ৩:৪৫