আজ ফুটেছে মাধবীলতার ফুল
ভ্রমর শিঞ্চন উঠে ক্ষণে ক্ষণে,
সৌরভ ছুটে মৃদ সমীরন হৃদে ।
অস্ত্র নিয়ে দাঁড়িয়েছিলাম,
বলি - এই নামব সমরাঙ্গনে
বাঁধব নিথর জীবন্ত লাশের বোঝা !
হঠাৎই দৃষ্টিগোচর হল
অভিরাম ফুলগুলির পানে ।
হৃদয়ে জন্মায় অবার্চীন ভাবনা,
শুরু হল অবার্চীন এক সমর ।
কিছু নিথর জীবন্ত লাশ ফেলে দিলাম !
অন্তিমে আমি নিঃসঙ্গ !
চলে গেছে ভাবন
চলে গেছে স্বপন.......
চোখের সামনে জীর্ণ পাতা আর
একগুচ্ছ মাধবীলতার ফুল ।


রচনা : ২৮/০৪/২০১৩
মধ্যাহ্ন ১:২০

ফেইসবুক পেইজ : http://www.facebook.com/sudiptantubaynil