(১)
সরল বারি
কঠিন প্রস্তর,
অন্তিমে কিছু জীবাশ্ম
ছাই পাশ ঝরা পালকের স্তুপ......
বাঁধো তব তানপুরাটা,
ঝংকারে তালে প্রসব করবে
জীবনের সুর ।


(২)
অচিন সরনি
চলন্ত পথিক,
অন্তিমে সে ক্লান্ত অবসন্ন !
হঠাৎই ডাক দিল
ইতিকার বিবর্ণ মেঘ....
সঙ্গী হল তার,
মিলে গেল অদৃশ্য বন্ধনে !
বাঁধো তব তানপুরাটা,
ঝংকারে তালে প্রসব করবে
জীবনের সুর ।


রচনা : ২৯/০৪/২০১৩
মধ্যরাত্রি ১২:৩৬