তমিস্রা ঢালা ঘরের কোনে
প্রবীন গন্ধ প্রাণ ভরে টানতে
ছুটে যাই বার বার ;
মশার গুন গুন রবে
হাতড়ে বেড়াই দেয়ালার রাত ।
নিঃশ্চুপ মধ্যাহ্নে তন্দ্রার ঘোরে
যেন আজও শুনতে পাই
মায়ের স্নেহভরা ডাক
কিংবা আঁচলের তলে
সুখ তন্দ্রায় এক প্রহর ।

অনেকটা অতিক্রম করেছি,
অনেকটা সাঁতরেছি
অক্লান্ত তটিনীর প্রবাহে ।
ক্ষণে ক্ষণে তরঙ্গজলে হারিয়ে যায়
এগিয়ে যাবার অনিহা !
আমি চলেছি.........
কতদূর জানি না !


আজও ডাকে দাঁড়কাক
নিমের ডালে,
রবি যায় অস্তাচলে,
ভাসে বিবর্ণ ইতিকার মেঘমালা,
ঘরে ফেরে বলাকার সারি,
টুপটাপ ঝরে পড়ে কৃষ্ণচূড়া .......
অক্সিজেন হয় ঘরের কোনে কোনে,
উঠেনে, চত্বরে, ভাঙা খেলনার
প্রবীন গন্ধ !
খুঁজে যাই নিঃশ্চুপ নিঃশব্দে
স্নেহআঁচলের সুখ !


রচনা : ৩০/০৪/২০১৩
রাত্রি ১১:৫৫