মুখের উপর কেউ বলে দিয়ে গেল
ফেইসবুকে - "এগুলো কবিতা !
আবর্জনা জঞ্জাল ! সাহিত্যের কলঙ্ক !
এমন তো মূর্খরা লেখে ।"
গতকাল আমি ভেবেছি অহর্নিশি
-সত্যিই কী আমার হৃদয়
আবর্জনার জন্ম দেয় !
বন্ধু আমি কী সত্যিই অক্ষম ?
হৃদয়ের মাঝে তিল তিল করে
স্বপ্ন-ভাবনার অনু-পরমাণু দিয়ে
গড়ে তোলা সুপ্ত আগ্নেয়গিরির লাভা
কী তোমাদের হৃদয় গলাতে পারেনি !
স্বপ্ন-ভাবনার সহবাসে জন্ম দেওয়া
নিথর জীবন্ত নবজাতকরা
কী আজ সব বৃথা !
আজ অপাঙ্গেতে দুফোঁটা অশ্রু নিয়ে
শুধুই ভাবছি, বয়ে যাচ্ছে
তরঙ্গহীন কলোকলোহীন এক নির্ঝর....
ক্ষমা করো বন্ধু ! ক্ষমা করো মোরে !
এ আমার অক্ষমতা !
যেদিন বলাকা সডানে স্খলিত
সাঁজাল মাখব অবয়বে,
লেখনী হারিয়ে যাবে ডাষ্টবিনের
জঞ্জালের অতলে,
যেদিন তন্দ্রিত হবে আগ্নেয়গিরি
হবে না কোনো অগ্ন্যুতপাত,
বইবে না লাভা,
সেদিন নিথর আবর্জনাগুলোকে পারলে
একটু উলটে দেখো
যদি কিছু খুঁজে পাও, যদি খুঁজে পাও
আজের এই নীলকে ।


রচনা : ০৩/০৫/২০১৩
মধ্যরাত্রি ২:৪০