নিঝ্ঝুম বিনিদ্র তমসা !
অর্ধনগ্ন অবয়বে জোছনার চাদর
জড়িয়ে মগ্ন আছি সাধনায় ।
পাপড়ী বিনিদ্রতায় রত হয় প্রসূন
উন্মুক্ত বাগিচায়,
উড়ে শত শত অলি, উঠে গুন গুন শিঞ্চন ।
মগ্ন আছি সাধনায় !
করখানি বিকল চঞ্চল, অপাঙ্গেতে আশা,
প্রেম রাখি রক্তমাংসের বদ্ধ খাঁচায়,
রাখি ভাবনার চাদরটা সযত্নে
পাঞ্জর আলনায় ।
জড়িয়ে নি, তারপরই পাড়ি দিতে হয়
আলো-অন্ধকারে, শাদ্বল-বন্ধুরে.......
এখন চলেছি........
মগ্ন আছি সাধনায় !


রচনা : ০৪/০৫/২০১৩
মধ্যেরাত্রি ১:৫৬