তোমার প্রতিটি পদক্ষেপের ছন্দ
আজ নিঙড়ে দিচ্ছে
যন্ত্রণার সতেজ রস ,
মাখিয়ে দিচ্ছে হৃৎপিন্ডে,
রক্তের কণিকায় শিরায় শিরায়
পূর্ণ অবয়বে.......
বেরঙীন যন্ত্রণারা আজ রঙীন !
চুপি চুপি এসে কথা বলে
হৃদয়ের চত্বরে ।
- তোমারি কারনে !
আকাঙ্খিত ছিল এক টুকরো
নির্মেঘ ভালোবাসা,
দিলে মেঘলা আকাশ
নামাল বৃষ্টি, সিক্ত করল ।
আজও সে মগ্ন সিক্ততার খেলায় ।
চলে যাও প্রিয়া,
ডাকব না পিছু,
আলোর কুঠির ভরে দাও অন্ধকারে,
বলব না কিছু ;
শুধু ভাবনে-স্বপনে একটু
নির্মেঘ ভালোবাসা দিও !
- যদিও তা আমার অধিকারে ।


রচনা : ০৬/০৫/২০১৩
রাত্রি ১০:২৩