(১)
তুমি নিশ্চুপ, নিশ্চল
আমার বৃত্তাকার কক্ষপথের নাভিতে ।
আমি চঞ্চল
আমি ঘূর্ণায়মান ।
আমার বুকে নামে দিন,
নামে রাত্রি;
বয়ে যায় মৌসুমীর লাস্য তোমারি নিদানে |
তটিনীর বুকে আসে জোয়ার
আসে ভাটা
তোমারি প্রবল আকর্ষণে
ভাবনমধ্যিমায় ।
তুমি নিশ্চুপ, নিশ্চল
আমি চঞ্চল ।


(২)
তুমি চঞ্চল,
তুমি উড়ন্ত বলাকা এক,
তুমি ইতিকার ধূসর মেঘপুঞ্জ
সাঁজাল ঝরাও ক্ষণে ক্ষণে,
ঘন করো আরও ঘন !
আমি নিশ্চুপ নিশ্চল ।
হৃদয় ভরে মাখি সাঁজালের ধোঁয়া ।
জোনাকি হয়ে কামনাসিন্ধু গড়ো
এই জীর্ণ পাঁজরে !
তুমি চঞ্চল,
আমি নিশ্চুপ নিশ্চল ।


রচনা : ১৩/০৫/২০১৩
মধ্যরাত্রি ১২:১২