জানি তুমি আসবে না
তুমি চলে গেছ ত্যাগের
সজীবতার সরণী ধরে
বিচ্ছিন্নতার প্রসূন প্রস্ফুটিত করে ।
তুমি চলে গেছ জীবন্ত এক
ভালোবাসার মৃতদেহে পদাঘাত করে
ঘৃণার একআঁচল পাপড়ী স্খলিয়ে ।
জানি তুমি আসবে না
প্রত্যক্ষ বাস্তবের সরণী বেয়ে ;
আস বাস্তবের হৃদয়ে
নিরবে হেঁটে যাওয়া তন্দ্রার জালে
বারি আল্পনার ন্যয় ক্ষণিকের তরে
খন্ড খন্ড স্বপ্নের সরণী বেয়ে ।
আস অবয়বভ্যন্তরে
খন্ড বিখন্ড শিরার রক্তকণিকার আলিঙ্গনে জীর্ণ পাঁজরের
কোনায় কোনায়
হৃদয় নিভৃতের ক্রীড়াকোঠায়
লেখনীর কালি বেয়ে
সজীব নিশ্চল অক্ষরে অক্ষরে......
রাত্রি দুপুরে তোমার সাথে
হোলিখেলা মেঘলা রঙে
তটিনীর কালো স্রোতধারায় ভেসে যাই ।
তুমি চলে গেছ
জানি আর আসবে না
প্রত্যক্ষ বাস্তবে
তবুও হাঁটবো তোমার হাত ধরে
কামনার সূক্ষ সরণীতে,
তবুও জ্বালাব আশাপ্রদীপ আশারবেলায়,
তবুও দেখব অন্তরালের
সজাগ নেত্রে ইন্দ্রিয়গোচরে
- তুমি হাঁটছো হাঁটছো শুধুই হাঁটছো.....


রচনা : ১৪/০৫/২০১৩
রাত্রি ১০:৩২