আমার জলধির বুকে
সুপ্ত মুক্তগুলো
কেউ চুরি করে নিয়ে যায়,
কখন জানি না !
হঠাৎই দেখি তারা অন্যের গলায়
অন্যের সৃষ্টিতে ঝলমল !
সেই লাগি আজ পাড়ি দিতে হল
অনেকটা পথ,
খুঁড়তে হল অনেক মাটি
পবিত্র প্যালেস্তাইনের বুকে ।
আমার পবিত্র মুক্তগুলো রেখে এলাম
পবিত্র ভূমিতে ।
- খুঁজে নাও ? করো ? করো চুরি ?
পারবে না আর ।
তারা অনেক দূরে - হৃদয়ের হৃদয়ে
গভীরে গহীনে ।
এবার দিতে হবে প্রায়ই পাড়ি
একটা একটা উদ্বারিতে
গাঁথতে সৃষ্টির মালিকা ।


রচনা : ০৩/০২/২০১৩


Written by : সুদীপ তন্তুবায় (নীল)
Posted by : আকবর আলি