কেমন আছো পুবের বন্ধুরা ?
আমি পশ্চিমে ভালো নেই ।
রিক্ত খেলাঘরে পড়ে আছি নিঃসঙ্গ,
জমি খানি হয়েছে উষর !
অন্তরের নিভৃতে জমেছে
সহস্র নির্মোক,
ত্যাগিবার অক্ষমতায় গুমরে মরি ।


কেমন আছো আমার পুবের বন্ধুরা ?
শুনেছি মহাসেন নাকি
বিত্রস্ত করেছে তোমাদের যবিষ্ঠ হৃদয় !
এই পশ্চিমেও এক
ঝঞ্জাবর্ত বিভীষিকা - সেন
সুদীপ্ত সেন !
আজ রিক্ত খেলাঘরে অসহ্য যন্ত্রণায়
প্রশান্ত হয়ে সব ক্ষমতা
বিলীন হয়ে যাচ্ছে উষরতায়
- আজ শুষ্ক সরজ জমিখানি !
কেমন আছো পুবের বন্ধুরা ?
পশ্চিমে আমি ভালো নেই ।


রচনা : ২৬/০৫/২০১৩
(In Hospital)


Written by : সুদীপ তন্তুবায় (নীল)
Collected and Posted by : আকবর আলি