বৃষ্টি দিনে এলাম ফিরে
আঁধার গুলো সরিয়ে দূরে
কেমন করে বদ্ধ ঘরে
একলা বসে থাকি !
টুপটাপটুপ বৃষ্টি ঝরে
মনটা আমার গুমরে মরে
কেমন করে আসর ছেড়ে
হব দূরের পাখি !


বৃষ্টি ঝরে উঠোন জুড়ে
অতীতে চেনা ছন্দ সুরে
চঞ্চলতার চাদর মুড়ে
বৃষ্টিকণা মাখি,
জল থই থই পথের ধারে
কৃষ্ণচূড়া পড়ছে ঝরে
দ্বোরের কাছে একলা ঘরে
দাঁড়িয়ে চেয়ে থাকি ।


বৃষ্টি দিনে এলাম ফিরে
ঝঞ্জা-বাধা সরিয়ে দূরে
কেমন করে বদ্ধ ঘরে
স্বপ্ন ছবি আঁকি !
ঝিরঝিরঝির বৃষ্টি ঝরে
দমকা হাওয়া হৃদয় দ্বারে
দরজা খুলে আঁধার ছেড়ে
মেলি রে দুই আঁখি ।


মেঘলা দিনে এলাম ফিরে
ভালো থেক আসর তীরে
শীর্ণ আমি জীর্ণ নীড়ে
অক্লান্ত এক পাখি !
আত্মীয়রা এই আসরে
দাও গো স্নেহ এই আমারে
আমি সবার চরণ পরে
প্রলম্বিত শাখী ।


রচনা : ৩০/৫/২০১৩