অনেক বৃষ্টি ঝরে গেছে
সেইদিন হতে
যেদিন উষর ভূমিতে দুর্মর ছিল
আলোল স্বপনগুলো,
যেদিন যন্ত্রণার অঙ্কুর ভেদ করে
উঠতে চেয়েছে উর্বর মৃত্তিকা
সেইদিন হতে
অনেক বৃষ্টি ঝরে গেছে ।
আজ ভাবনের দেশে বাজে প্রিয়ার নিক্কন,
কখনো উদিত হয়
দেয়ালার নিশিগুলো
- আকাশ করে মেঘলা !
হৃদয় নহরে শ্বেতপুন্নাগ গুলো
স্মিতহাস্যে হারিয়ে যায় !
উঠে আসে গোটাকয়েক প্রলাপ ।
- জানি না কী অর্থ তার ।
সংকীর্ণ রলায় বসে থাকে
একমুঠো আলো ;
দমকা হাওয়ায় ভেঙে যায়,
আঁধার গ্রাস করে !
কবোষ্ণ হৃদয়ে দুস্ত্যজ্য স্বপনগুলো
নৃত্য করে অবিনশ্বরতার নকশায় !


রচনা : ৩০/০৫/২০১৩