এ ভবের মাঝে হিরাশোল নামে
ছোট্ট একটি গ্রাম,
বৃষ্টির জলে অঙ্গ ভিজিয়ে
সিক্ত পুন্যধাম ।


জল থই থই ভরে গেছে মাঠ
ভরে গেছে খালবিল,
বৃষ্টির শেষে দুরের আকাশে
ছোট্ট শঙ্খচিল ।


বৃষ্টির জলে ছিটনি কেটে যে
চলেছে রাখাল ছেলে,
কাগজের নাও ভাসায়ে জলেতে
চলে যায় হেলে দুলে ।


বৃষ্টি কাটলে সুনীল আকাশ
উঁকি ঝুঁকি দিয়ে যায়,
পুবের আকাশে রামধনু একা
নীরবে যে খেয়া বায় ।


কূজিছে কোকিল রাধাচূড়া ডালে
বসে বসে একমনে,
গোধূলি লগন তার বুকে যেন
স্বর্গের সুখ হানে ।


সন্ধ্যার বেলা পুকুরের পাড়ে
ব্যাঙেদের কোলাহল,
চারিদিকে বাজে বৃষ্টির গান
থইথই করে জল ।


উঠবে না জানি সেই কোলাহল
ঘুমালে গ্রামের কোলে,
ভরবে সেদিন তোমার বুক যে
কীর্তনিয়া বোলে ।


এ যে গ্রাম নয়, স্বর্গের দেশ
পবিত্র দরবার,
পর জনমেতে জনম নিয়ে যে
আসব ফিরে আবার ।


রচনা : ০১/০৬/২০১৩