বৃষ্টিরা আজ আসেনি সকালে
হারিয়ে গেছে যে সব,
উষার ঝিলিক পুবের আকাশে
পাখিদের কলরব ।


শুভ্র মেঘেরা ভাসিয়েছে নাও
দুর নীলিমার বুকে,
শঙ্খচিলেরা মেলেছে দুডানা
অন্তবিহীন সুখে ।


বৃষ্টিতে ধোয়া সবুজেরা হাসে
উষার ঝিলিক মেখে,
কুহু কলতান ভেসে ভেসে আসে
পলাশের বন থেকে ।


তালের পাতারা থিরথির কাঁপে
বয়ে যায় সমীরণ,
ধেনুগুলো যায় শাদ্বল মাঠে
ছাড়ি পলাশের বন ।


বয়ে যায় বেলা নিরবে একেলা
চেপে সময়ের বুকে,
ফিরে যাবে পাখি, ফিরে যাবে ধেনু
শেষ বিকেলের মুখে ।


বৃষ্টিরা আজ আসেনি সকালে
হয়তো ভুলেছে তারা,
সবুজে নীলেতে রোদসীর হাসি
কাব্যিকতায় ভরা ।


রচনা : ০২/০৬/২০১৩