খড়কুটো নিয়ে উড়ে যায় পাখি
তমালের ডাল পরে,
আশা ভরা বুক হয় উৎসুক
বাসা বুনবার তরে ।


চেনা সুরে সে যে কূজে বার বার
উতলা আকুল মনে,
চেয়ে থেকে দূরে চলে যায় উড়ে
তাল পলাশের বনে ।


ছোট্ট একটি জীবন যে তার
সবুজের ডালে ডালে,
জীবন মানেই জড়িয়ে থাকা যে
দুঃখ-সুখের জালে ।


ঝড় বৃষ্টিতে অসহায় পাখি
নীড়েতে কম্পমান,
রোদ ঝলমল দিবার আলোকে
প্রাণ খুলে গায় গান ।


পশ্চিম পানে যখন গোধূলি
হাসে বিকেলের ক্ষণে,
তখন ছোট সে নীড়ের ছবিটি
ভাসে শুধু তার মনে ।


বলাকা হয়ে সে ফিরে যায় নীড়ে
সন্ধ্যা নামার বেলা,
আলো-আঁধারেতে যায় ভেসে তার
ছোট্ট জীবন ভেলা ।


রচনা : ০৩/০৬/২০১৩