আমি নাকি খুব নাছোড়বান্দা
বড্ডও জেদি ছেলে !
কেও ভালোবেসে, কেও রূঢ় করে
এই কথাটাই বলে ।


বন্ধুরা জেদি-পাগল বলে যে
বলত পাগল প্রিয়া,
পাগল বলেই ফিরে গেল সে যে
কাঁদায়ে ছোট্ট হিয়া ।


জেদ করেই আমি যাই এগিয়ে
কঠিন কঠিন কাজে,
মরণের সাথে লড়াই করেও
ছিলাম 'আসর' মাঝে ।


জেদ করেই যে পাগলা হৃদয়ে
দুখ্ গুলোকেই মাখি,
আলোর বাসারে ভেঙে দেয় মোর
অশ্রুসজল আঁখি ।


দুখ্ না পেলে যে কবিতারা সব
আসে না যে উঠে মনে,
সুখের থেকে যে দুখ্ টারে তাই
ভালোবাসি প্রতিক্ষণে ।


সুখের বেলায় ভুলে যাই সব
গল্প আড্ডা গানে,
দুখের বেলায় মন উড়ে যায়
কাব্যিকতার টানে ।


করি নাকো ঘৃণা জেদটারে আমি
হোক না যতই কালো,
জেদটাই মোরে দেখাবে হয়তো
ভবিষ্যতের আলো ।


হ্যাঁ, আমিই পাগল, আমিই জেদি
আমিই সেই যে ছেলে,
যে এসেছে আজি তোমাদের মাঝে
দরিদ্রতাকে ফেলে ।


রচনা : ০৪/০৬/২০১৩