ছাইপাশই কী লিখি শুধু
বুঝিনা কিছুই আমি,
আমার পানে চেয়ে হয়তো
হাসে অন্তর্যামী ।


বন্ধুরা যে ঠাট্টা করে -
"আরে কবি কবি ভাব,
কলম নিয়ে গালেতে হাত
শব্দেরই অভাব" ।


গাঁয়ের কবি ছেলেরা বলে -
"লিখিস রে কী যে ভাই,
কাব্যিকতার 'ক' আসেনি
মাথামুন্ডুও নাই" ।


কান্না আসে দুচোখ ভরে
লেখনীটা যায় থেমে,
দুঃস্বপ্নে রাতে শরীর
সিক্ত হয় যে ঘেমে ।


ছাইপাশই কী লিখি শুধু
বুঝতে চেষ্টা করি,
কাব্যিকতা আনার তরে__
যে সম্পাদনা করি ।


বুঝেছি পরে তারা সবাই
আমার লেখা যে পড়ে
রাগে নিজের বুকটা চিরে
গুমরে গুমরে মরে ।


হিংসা ভরা ধরাতে কেউ
চায় না কারও ভালো,
সবাই যে চায় নিজ ঘরে
সুখের বিছানো আলো ।  ।


রচনা : ০৬/০৬/২০১৩