হয়ে গেছে শেষ ইতিকা বেলার গান,
সাঁজালই গ্রাসছে পল্লির মাঠ বন
শত বিহগের নীড়ে ফেরা অভিযান,
সাঁজালই বুনছে রাত্রি সে প্রতিক্ষণ ।
ঘুমিয়ে গেছে রে অভিমানী ওই খোকা
গেয়েছিল মা যে ঘুমপাড়ানিয়া সুর,
দিপদিপ্ জ্বলে তারা, জোনাকির পোকা,
সব ছাড়ি সুর গেছে দুর বহুদুর ।


বসে আছি আমি জেগে একা একা রাত
সামনে হাসছে সব সাদা সাদা পাতা,
স্বপনেতে ধরি চেনা স্মৃতিদের হাত
নিথর বর্ণেরা খেলে, ভরে ওঠে খাতা ।
আঁধার ফুরিয়ে যায় জেগে উঠে গ্রাম
ব্যর্থ হব, বিনিদ্রতা না পেলে যে দাম ।


রচনা : ০৬/০৬/২০১৩